দরপত্র আহ্বান
সংগতি সমাজ কল্যাণ সংস্থা ২০০১ সাল থেকে বাংলাদেশের অবহেলিত ও সুযোগ বঞ্চিত মানুষের উন্নয়ন এবং বিশেষত প্রতিবন্ধী জনগোষ্ঠির অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে আসছে। প্রধান কার্যালয় ঢাকার জন্য একটি প্রিন্টার ( একই সাথে স্ক্যানার , ফটোকপি ও প্রিন্ট সুবিধাসহ), একটি সাবলিমেশন হিট মেশিন ক্রয়ের জন্য দরপত্র আহবান করা হচ্ছে।
ক্র. নং | পন্যের নাম | সংখ্যা | ব্রান্ড | মডেল | মন্তব্য |
১. | প্রিন্টার | ০১ | ইপসন, ক্যানন, এইচপি | যে কোন মডেল | একই সাথে স্ক্যানার , ফটোকপি ও প্রিন্ট সুবিধাসহ |
২. | সাবলিমেশন হিট মেশিন | ০১ | যে কোন ব্রান্ড, (চাইনিজ) | যে কোন মডেল | একই সাথে মগ, গেঞ্জি, প্লেট, টুপি, কাপ, পিরিচ প্রিন্ট সুবিধাসহ । |
আগ্রহী দরদাতাগণকে নিজ প্রতিষ্ঠানের প্যাডে সংস্থার প্রধান কার্যালয় বাড়ী # ২৪ (৪র্থ তলা), রোড # ০২, মুনসুরাবাদ হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ঠিকানায় নির্বাহী পরিচালক বরাবর দরপত্র পাঠানের জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন পত্রে মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে এবং কেবলমাত্র সর্বনি¤œ দরদাতাকে পণ্য সরবরাহের জন্য কার্যাদেশ দেয়াা হবে। প্রতিষ্ঠান বাছাইয়ের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
নির্বাহী পরিচালক
সংগতি সমাজ কল্যাণ সংস্থা