সংগতি সমাজ কল্যাণ সংস্থা (এস এস কে এস)

Sangati Shamaj Kallyan Sangstha (SSKS)

সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য সংগঠিত গতিশীল তৎপরতা

Dynamic Activities For The Unpriviliged People Of The Soceity

Tender Notice

দরপত্র আহ্বান

সংগতি সমাজ কল্যাণ সংস্থা ২০০১ সাল থেকে বাংলাদেশের অবহেলিত ও সুযোগ বঞ্চিত মানুষের উন্নয়ন এবং বিশেষত প্রতিবন্ধী জনগোষ্ঠির অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে আসছে। প্রধান কার্যালয় ঢাকার জন্য একটি প্রিন্টার ( একই সাথে স্ক্যানার , ফটোকপি ও প্রিন্ট সুবিধাসহ), একটি সাবলিমেশন হিট মেশিন ক্রয়ের জন্য দরপত্র আহবান করা হচ্ছে।


ক্র. নং পন্যের নাম সংখ্যা ব্রান্ড মডেল মন্তব্য
১. প্রিন্টার ০১ ইপসন, ক্যানন, এইচপি যে কোন মডেল একই সাথে স্ক্যানার , ফটোকপি ও প্রিন্ট সুবিধাসহ
২. সাবলিমেশন হিট মেশিন ০১ যে কোন ব্রান্ড, (চাইনিজ) যে কোন মডেল একই সাথে মগ, গেঞ্জি, প্লেট, টুপি, কাপ, পিরিচ প্রিন্ট সুবিধাসহ ।

আগ্রহী দরদাতাগণকে নিজ প্রতিষ্ঠানের প্যাডে সংস্থার প্রধান কার্যালয় বাড়ী # ২৪ (৪র্থ তলা), রোড # ০২, মুনসুরাবাদ হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ঠিকানায় নির্বাহী পরিচালক বরাবর দরপত্র পাঠানের জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন পত্রে মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে এবং কেবলমাত্র সর্বনি¤œ দরদাতাকে পণ্য সরবরাহের জন্য কার্যাদেশ দেয়াা হবে। প্রতিষ্ঠান বাছাইয়ের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।


নির্বাহী পরিচালক
সংগতি সমাজ কল্যাণ সংস্থা