নিয়োগ বিজ্ঞপ্তি
সংগতি সমাজ কল্যাণ সংস্থা ২০০১ সাল থেকে বাংলাদেশের অবহেলিত ও সুযোগ বঞ্চিত মানুষের উন্নয়ন এবং বিশেষত প্রতিবন্ধী জনগোষ্ঠির অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে আসছে। প্রধান কার্যালয় ঢাকার জন্য একজন ডরমেটরী সহায়ক ও ইনডোর প্লান্ট উৎপাদনে সক্ষম মালি নিয়োগ করা হবে।
ক্র. নং | পদের নাম | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা | কর্ম এলাকা | বেতন | মন্তব্য |
১. | ডরমেটরী সহায়ক | ০১ | এএসসি/ অষ্টম শ্রেনী | একটি ডরমেটরী পরচালনা ও নিজের রান্না নিজে তৈরী করার সক্ষম হতে হবে। | আদাবর, শ্যামলী, ঢাকা। | থাকার সুবিধা সহ ৬৫০০/- (আলোচনা সাপেক্ষ) | অভিজ্ঞ প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য |
২. | মালি | ০১ | অক্ষরজ্ঞান সম্পন্ন | নার্সারী কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। | আদাবর, শ্যামলী, ঢাকা। | ৬০০০/- | থাকার ব্যবস্থা আছে। |
আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত দুইকপি পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের সত্যায়িত কপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সংস্থার প্রধান কার্যালয় বাড়ী # ২৪ (৪র্থ তলা), রোড # ০২, মুনসুরাবাদ হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ঠিকানায় নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র পাঠানের জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন পত্রে মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে এবং কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। বাছাই, পরীক্ষা ও নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
নির্বাহী পরিচালক
সংগতি সমাজ কল্যাণ সংস্থা