সংগতি সমাজ কল্যাণ সংস্থা (এস এস কে এস)

Sangati Shamaj Kallyan Sangstha (SSKS)

সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য সংগঠিত গতিশীল তৎপরতা

Dynamic Activities For The Unpriviliged People Of The Soceity

Career

নিয়োগ বিজ্ঞপ্তি

সংগতি সমাজ কল্যাণ সংস্থা ২০০১ সাল থেকে বাংলাদেশের অবহেলিত ও সুযোগ বঞ্চিত মানুষের উন্নয়ন এবং বিশেষত প্রতিবন্ধী জনগোষ্ঠির অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করে আসছে। প্রধান কার্যালয় ঢাকার জন্য একজন ডরমেটরী সহায়ক ও ইনডোর প্লান্ট উৎপাদনে সক্ষম মালি নিয়োগ করা হবে।

ক্র. নং পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কর্ম এলাকা বেতন মন্তব্য
১. ডরমেটরী সহায়ক ০১ এএসসি/ অষ্টম শ্রেনী একটি ডরমেটরী পরচালনা ও নিজের রান্না নিজে তৈরী করার সক্ষম হতে হবে। আদাবর, শ্যামলী, ঢাকা। থাকার সুবিধা সহ ৬৫০০/- (আলোচনা সাপেক্ষ) অভিজ্ঞ প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য
২. মালি ০১ অক্ষরজ্ঞান সম্পন্ন নার্সারী কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আদাবর, শ্যামলী, ঢাকা। ৬০০০/- থাকার ব্যবস্থা আছে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত দুইকপি পাসপোর্ট আকারের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের সত্যায়িত কপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সংস্থার প্রধান কার্যালয় বাড়ী # ২৪ (৪র্থ তলা), রোড # ০২, মুনসুরাবাদ হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ঠিকানায় নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র পাঠানের জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন পত্রে মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে এবং কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। বাছাই, পরীক্ষা ও নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।


নির্বাহী পরিচালক
সংগতি সমাজ কল্যাণ সংস্থা